আগামী ৯ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন সূচি অনুযায়ী, আসরের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে।
আগের সময়সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৪টা, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী, ম্যাচগুলো আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।
এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা খেলোয়াড়, দর্শক ও সম্প্রচারকদের জন্য একটি মানসম্মত ও সাশ্রয়ী অভিজ্ঞতা নিশ্চিত করবে।
তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।
এশিয়া কাপে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এবারের আসরে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে, আর ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এবং জমকালো ফাইনালের মঞ্চ হবে দুবাই।
এবারের আসরে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।