ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত! সমর্থকদের জন্য সুখবর

ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বমঞ্চে বরাবরই বাড়তি উত্তাপ ছড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ক্রীড়াপ্রেমীদের।

ভারত-পাকিস্তান ম্যাচ

যে কারণে প্রথম মেয়াদে ম্যাচের প্রায় সব টিকিট বিক্রি শেষ হয়ে গেলেও আবারও বাড়তি টিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সমর্থকদের কথা বিবেচনায় নিয়েই এই বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, যা কিনা ক্রীড়াপ্রেমীদের জন্য এক ধরনের সুসংবাদই বটে।

মূলত রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দেখা মেলে না ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক কোনো সিরিজের। এজন্য দর্শকরা অপেক্ষায় থাকেন, আইসিসি আয়োজিত কোনো মেগা টুর্নামেন্টে এই দুই দলের লড়াই দেখার জন্যে।

এর আগে, গত ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুই দফায় হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট ছাড়া হয়। দুবারই এক ঘণ্টার কম সময়ে শেষ হয়ে যায় বহুল প্রতীক্ষিত ম্যাচটির টিকিট। ফলে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেন অনেক ক্রীড়াপ্রেমী। বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই।

দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে ভালো লাগছে : পরীমণি

এই ম্যাচের জন্য আরও বাড়তি ১৪ হাজার টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। রবিবার (৮ অক্টোবর) থেকেই ওয়েবসাইটে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবেন সমর্থকেরা।