বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আইফোনে বড় আকারে মূল্য ছাড় দিচ্ছে। করোনা মহামারির প্রভাবে দেশটিতে আশঙ্কাজনক হারে কমেছে স্মার্টফোনের চাহিদা ও বিক্রি। স্মার্টফোনের মন্থর চাহিদার মধ্যে আইফোন-১৪ প্রো হ্যান্ডসেটগুলো ১০ শতাংশ মূল্য ছাড়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা।
চীনের ইলেকট্রনিক্স বিক্রেতা জেডি.কম এবং সানিং বর্তমানে আইফোন-১৪ প্রো বেসিক মডে লটি ১ হাজার ৬২ ডলারে (৭১৯৯ ইউয়ান) বিক্রি করছে। প্রতিষ্ঠান দুটির ওয়েবসাইটে দেখা যায়, চীনে অ্যাপলের ওয়েবসাইটে আইফোন-১৪ প্রোর যে দাম রয়েছে তার চেয়েও ৮০০ ইউয়ান কমে বিক্রি করছে তারা।
অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু বিক্রি বাড়াতে বিক্রেতাদের কাছে কম দামে স্মার্টফোন সরবরাহ করে আইফোন। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান জেফ্রিসের বিশ্লেষক এডিসন লি ক্রেতাদের উদ্দেশে একটি নোটে লিখেন, ‘সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন-১৪ মডেলের স্মার্টফোনটির দাম কমা মানে এই নয় যে, বাজারে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। কারণ ইতঃপূর্বে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড দাম কমানোর পর বাজারের কোনো পরিবর্তন হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।