আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। এসময়ে নিরাপদ আশ্রয় ধাতুটির দর হ্রাস পেয়েছে কমপক্ষে ১০ ডলার। বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২০০ টাকা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনে চন্দ্র নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ফলে দেশটির বাজার বন্ধ রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় সম্পদের আকর্ষণ কমেছে।
পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কার্যদিবস শেষে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩২ ডলার ৭৬ সেন্টে। আগের শুক্রবার যা ছিল ২০৩৮ ডলার ৫৯ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দরে পতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ৬ ডলার।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য স্থিতিশীল আছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৭০ সেন্টে। আগের শুক্রবার তা ছিল ২০৫৭ ডলার ১০ সেন্ট। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্কটির দর হারিয়েছে অন্তত ১০ ডলার।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইনপ্রুভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসকেল বলেন, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে অস্থিরতা দেখা গেছে। নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে চীনে বাজার বন্ধ রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে বুলিয়ন বাজার চাপে পড়েছে।
ইতোমধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতু স্বর্ণ দাম হারিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।