শেয়ারবাজারে আবারও বড় পতন

জুমবাংলা ডেস্ক : পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৬ পয়েন্ট। লেনদেন হয় ৪শ ৪৫ কোটি টাকা। দর হারিয়েছে প্রায় ৮০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১শ ৭২ পয়েন্ট।

সোমবার ঢাকার শেয়ারবাজারে লেনদেনের প্রথম ৫ মিনিটেই প্রধান সূচক কমে ১৪ পয়েন্ট। এরপর এর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ৬৬ দশমিক সাত তিন পয়েন্ট কমে ডিএসইএক্স এর অবস্থান ৫ হাজার ৮শ ৩৪ পয়েন্টে।

ডিএসইতে কমেছে লেনদেন পরিমাণও। মোট লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১শ ৩৪ কোটি টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে প্রায় ৮০ ভাগ প্রতিষ্ঠানের। এ সময় দর বেড়েছে মাত্র ৪১টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় লাফার্জ হোলসিম।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিটি জেনারেল ইন্স্যুরেন্স, দ্বিতীয় রূপালী লাইফ ইন্সুরেন্স এবং তৃতীয় অবস্থানে আরামিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১শ ৭২ দশমিক পাঁচ সাত পয়েন্ট। লেনদেন হয় ১৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।