জুমবাংলা ডেস্ক : সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে এদিন ডিএসইর সূচক কমেছে ৬১ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ৫ হাজার কোটি টাকা। একইভাবে লেনদেন কমেছে ৩০৩ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে এদিন ৩৯৭টি কোম্পানির ২১ কোটি তিন লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫০৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৯৪২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ২০৭ পয়েন্টে নেমে এসেছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ছয় লাখ ৬৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি: বৃহস্পতিবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- রয়েল টিউলিপ সি পার্ল, স্যালভো কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোস, ওআইম্যাক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার।
আর যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-গ্লোবাল হেভি কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল, ওআইম্যাক্স, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটো মোবাইল, দেশবন্ধু পলিমার, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ডেফোডিল কম্পিউটার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে, সেগুলো হলো- বিবিএস কেবলস, লিন্ডেবিডি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেক, ইস্টার্ন হাউজিং, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা এবং প্রাইম টেক্সটাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।