বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নভেম্বর মাস চলছে। বছর শেষের আর মাত্র একটা মাস বাকি। আগামীদিনে বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে আসতে চলেছে। আগামী সপ্তাহে ভিভো, আসুস, রেডমির মতো অনেক ব্র্যান্ডের জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। Vivo X200 সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। পাশাপাশি Ausu তার ROG ফ্ল্যাগশিপ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক শীঘ্রই বাজারে কোন কোন নতুন স্মার্টফোন আসতে চলেছে ।
ASUS ROG ফোন 9
ASUS ROG Phone 9 সিরিজের স্মার্টফোনটি 19 নভেম্বর বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই সিরিজে দুটি মডেলের স্মার্টফোন লঞ্চ করতে পারে ROG Phone 9 এবং ROG Phone 9 Pro। এগুলি গেমিং স্মার্টফোন, তাই এগুলির মধ্যে শক্তিশালী চিপসেট থাকবে। দুটি ডিভাইসই সম্ভাব্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটের সাথে লঞ্চ করা যেতে পারে।
ROG ফোন 9-এ থাকতে পারে একটি 6.78 ইঞ্চি FHD Plus ডিসপ্লে। ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট থাকবে। পাশাপাশি ফোনটিতে 50MP মেইন ক্যামেরা, 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ROG ফোন 9-এ 5800mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং থাকতে পারে।
Redmi A4 5G ভারতে 20 নভেম্বর লঞ্চ হতে চলেছে। Redmi A4 5G ফোনে Qualcomm Snapdragon 4s Gen 2 চিপসেট থাকবে। এতে সার্কুলার ক্যামেরা, গ্লাস ব্যাক প্যানেল এবং ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন থাকবে। ফোনটিতে একটি 6.88-ইঞ্চি 120Hz ডিসপ্লে রয়েছে বলে জানা গেছে। এটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটিতে একটি 5160mAh ব্যাটারি থাকবে। ফোনের বেস ভেরিয়েন্ট 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। দাম হতে পারে 8,499 টাকা।
কোম্পানি 19 নভেম্বর বিশ্বব্যাপী Vivo X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। সিরিজের অধীনে দুটি মডেল লঞ্চ হতে চলেছে Vivo X200 এবং Vivo X200 Pro। Vivo X200 সিরিজ MediaTek Dimensity 9400 চিপসেট থাকতে পারে। এতে Zeiss ক্যামেরা পাওয়া যাবে। পিছনের প্রাইমারি লেন্সটি 50MP যার সাথে একটি 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরাও থাকবে। সেলফি তোলার জন্য ফোনটিতে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এটির রিফ্রেশ রেট 120Hz এবং IP69 রেটিং রয়েছে যা ডিভাইসটিকে ধুলো এবং জল থেকে রক্ষা করে।
21শে নভেম্বর ভারতে Vivo Y300 ফোন লঞ্চ হতে চলেছে। Qualcomm Snapdragon Gen 2 চিপসেট ফোনে দেওয়া হয়েছে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।