এবার ফিফা র‍্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশের

জামাল

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জাসির্ধারীরা।

জামাল

সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে অকস্মাৎ এক গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের।

তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার ফিফা র‍্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আজ (বৃহস্পতিবার) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ সময় বাংলাদেশ ১৯২ র্যাংকিংয়ে আটকে ছিল। উন্নতি হচ্ছিল না কিছুতেই, বরং বাজে পারফরম্যান্সে আরও অবনমনের আশঙ্কা জেগেছিল এক সময়।

আম খাওয়ার পর করলা দিয়ে ভাত খেলে হতে পারে যে ক্ষতি!

তবে সাম্প্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়েছে। যার ফলে ৮ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

আগের রেটিং পয়েন্ট ছিল ৮৮৪। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯২.৪৪।