বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর অর্থাৎ 2024 সালে ভারতীয় বাজারে Realme GT 7 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 16GB RAM, 1.5K OLED ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিং এবং শক্তিশালী 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। বিশেষত্ব হল এটি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতের প্রথম ফোন ছিল। বর্তমানে ফোনটি অফলাইন বাজারে মোট 3,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।
realme GT 7 Pro এর অফার ডিটেইলস
আমাদের অফলাইন রিটেইলস সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কিছু দিনের জন্য ফোনটি 3,000 টাকার কমে সেল করা হচ্ছে।
রিটেইলস সোর্স অনুযায়ী এই অফার 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত জারি করা হয়েছে। তবে এই অফার বেশ কিছু রাজ্যে প্রযোজ্য নয়। তাই
নিজেদের নিকটবর্তী রিটেইলস স্টোরে গিয়ে এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে আসুন।
এছাড়া realme GT 7 Pro ফোনটি 12GB 16GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই দুটি মডেলেই ছাড় দেওয়া হচ্ছে।
ফোনটির 12GB RAM ভেরিয়েন্টে 3 হাজার টাকার ডিসকাউন্ট এবং 16GB RAM ভেরিয়েন্টে 6 হাজার টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে।
উপরোক্ত টেবিল অনুযায়ী দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 59,999 টাকা এবং 65,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনদুটি 56,999 টাকা এবং 62,999 টাকা দামে সেল করা হচ্ছে।
জানিয়ে রাখি এই অফার 31 মার্চ পর্যন্ত সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে।
realme GT 7 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme GT 7 Pro ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই quad-curved স্ক্রিন Eco OLED Plus টেকনোলজি এবং 8T LTPO প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 6500nits ব্রাইটনেস এবং আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর: ভারতের বাজারে Realme GT 7 Pro ফোনটি প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস Orion CPU আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 27 লক্ষেরও বেশি AnTuTu Score পেয়েছে।
স্টোরেজ: Realme GT 7 Pro ফোনে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দুর্দান্ত RAM ও রয়েছে। ভারতের বাজারে এই ফোনটির টপ মডেলে 16GB RAM এবং 512GB Storage দেওয়া হয়েছে। একইভাবে ফোনের টপ মডেল এবং বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে Dynamic RAM টেকনোলজির মাধ্যমে 28GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজি রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT 7 Pro ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP IMX906 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ পোর্ট্রেট Sony IMX882 লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 112° FOV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: ভারতে Realme GT 7 Pro ফোনটি 5,800mAh Titan Battery সহ পেশ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W Ultra Charge টেকনোলজি যোগ করা হয়েছে। এতে সিলিকন-কার্বন এনোড ব্যাটারি রয়েছে, কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 450 ঘন্টা স্ট্যান্ডবাই দিতে সক্ষম এবং মাত্র 11 মিনিটের মধ্যেই ফোনটি 50% পর্যন্ত চার্জ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।