আন্তর্জাতিক ডেস্ক : আটককৃত অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে যুক্তরাজ্য সরকার। গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের জামিন অতি শীঘ্রই দেয়া হবে। ঘোষণাটি সাধারণ নির্বাচনের প্রচারের সময়ের প্রতিশ্রুত একটি অংশ। তবে ঢালাও ভাবে ডিটেনশনে থাকা সব অবৈধ অভিবাসীদের ছেড়ে দেবে না লেবার সরকার, শুধুমাত্র রুয়ান্ডা পাঠানোর জন্য যে সকল অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছিল তাঁদেরকে ছেড়ে দেয়া হবে। এ খবর দিয়েছে বিবিসি।
লেবার সরকারের স্বরাষ্ট্রসচিবের মুখপাত্র জানিয়েছেন , সাধারণ নির্বাচনের প্রচারের সময় লেবার পার্টি জানিয়েছিল তারা পূর্ববর্তী সরকার কর্তৃক আটক অবৈধ অভিবাসীদের জামিনে মুক্তি দিবে। যার কারণে বর্তমানে আটক অবৈধ ২১৮ জন ব্যক্তিকে এসাইলাম কেন্দ্র থেকে দ্রুততার সহিত জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে লেবার সরকার। অবৈধ অভিবাসন মোকাবেলার জন্য যুক্তরাজ্যের আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রুয়ান্ডানীতির অংশ হিসাবে গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের পূর্ব-মধ্য আফ্রিকান দেশ রুয়ান্ডায় নির্বাসিত করার কথা ছিল।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের পর করা প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রুয়ান্ডা প্রকল্পটি কখনও অবৈধ অভিবাসী প্রতিরোধী ছিল না। কারণ এই নীতিতে কেবল ছোট নৌকায় অভিবাসী আগমনকে হ্রাস করাকে প্রাধান্য দেয়া হয়েছে। যদিও এছাড়াও আরো বিভিন্ন উপায়ে অবৈধ অভিবাসী বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রসচিব ইয়ভেট কুপার জানান, তিনি আসছে গ্রীষ্ম হতে নতুন “বর্ডার সিকিউরিটি কমান্ডার” নিয়োগ দিবেন এবং একটি নতুন সীমান্ত সুরক্ষা বিলও আনা হবে যুক্তরাজ্যের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।