জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারিদের বেতনও ৫ শতাংশ হারে বৃদ্ধি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখার উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, এ বছরের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মুল বেতনের ৫ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন।
এরআগে, দুপুরে সরকারি চাকরিজীবীদের বেতন ন্যূনতম এক হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।