আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষকদের জন্য বড় খবর। এবার তাদের জন্য বিশেষ প্রমোশন নীতি তৈরি করতে চলেছে ভারতের রাজ্য সরকার। অর্থাৎ, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের মতোই প্রমোশন নীতি থাকবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য৷
এবার এই নিয়ম কবে কার্যকর করা হবে এখন সেটাই দেখার অপেক্ষা। কবে এই নিয়ম কার্যকর হবে, সেই বিষয়েও বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার।
শিক্ষক নিয়োগের দুর্নীতির মধ্যেই এই খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যে এই প্রমোশন নীতি চালু আছে, সেটিই এবার কার্যকর করা হবে। অর্থাৎ, স্কুলের শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষকদের কর্মজীবনেই এই প্রমোশন দেওয়া হবে।
রাজ্য সরকার এবার স্কুল শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রমোশন নীতি তৈরি করতে চলেছে। সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোতে শিক্ষক, শিক্ষিকা বা প্রধান শিক্ষকদের জন্য কর্মজীবনে প্রমোশন নীতি কি হবে তা ঠিক করার জন্য ছয়’সদস্যের কমিটি তৈরি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই ছয় সদস্যের কমিটি স্কুলের শিক্ষক, শিক্ষিকা বা প্রধান শিক্ষকদের জন্য প্রমোশন নীতি তৈরি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবে। মূলত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন অ্যাকাডেমিক পারফর্ম্যান্সকে মাথায় রেখেই কর্মজীবনে তাদের প্রমোশন দিতে চায় রাজ্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগের মধ্যেই এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এর ফলে একাধিক ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষিকাদের অনেকটাই লাভ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।