জুমবাংলা ডেস্ক : ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪শ কেজি ওজনের বিশাল একটি শাপলা মাছ। মঙ্গলবার সকালের দিকে মাছটি ধরা পড়ে। পরে শংকর নামের এক ক্রেতা মাছটি ৮০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যান।
সোনাগাজী উপজেলার চর খোন্দকার জেলেপাড়ার জেলে হিরেন্দ্র জল দাস জানান, মঙ্গলবার সকালে তিনিসহ আরো দুইজন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দুপুরের দিকে তাদের জালে বিশাল আকারের শাপলা মাছটি আটকা পড়ে। তাৎক্ষণিক অনেক কষ্টে মাছটি ট্রলারে তুলে তারা কিনারে ভেড়ান।
পরে বিকেলে মাছটি স্থানীয় আড়তে নিয়ে এলে শংকর নামের এক ক্রেতা প্রতিমণ ৮ হাজার টাকা হারে ১০ মণ ওজনের মাছটি ৮০ হাজার টাকা দিয়ে কিনে নেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাজ শেষ পথে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।