বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলে একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এখন লোকেশন হিস্ট্রি, টাইমলাইন তৈরি, ব্লু ডটে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এখন লোকেশন ডিলেট হিস্ট্রি, ডিরেকশন ও সার্চও ডিলেট করে দিতে পারবেন।
ধরুন কোথাও ঘুরতে গেলেন। সেখানে ঘুরতে গিয়ে কোনো সার্চ করলেন বা কোনো সেভড ডাটা রাখলেন। সেগুলো এখন সহজেই ডিলেট করে ফেলা যাবে।
শুধু তাই নয়, লোকেশন হিস্টোরি এখন অফলাইনেও রাখা যাবে। প্রতিবার আপনাকে অনলাইনে যেতে হবে না। আগামী সপ্তাহে এই আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে বিস্তারিত। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।