বিনোদন ডেস্ক : মে মাসের ১০ তারিখে ঘোষণা এসেছিল শারজার মেয়ে আমিরার সঙ্গে শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন সালমান খান ভক্ত তথা ‘বিগ বস’ তারকা আবদু রোজিক। সেসময় জানা গিয়েছিল, আসছে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন ২০ বছর বয়সী তাজিকিস্তানের এই সংগীতশিল্পী। তবে এবার জানা গেল, দিনক্ষণ ঠিক হয়েও স্থগিত হয়ে গেছে আবদু-আমিরার বিয়ে!
বিয়ে স্থগিত করার কারণ হিসেবে আবদু নিজের ক্যারিয়ারের কথা উল্লেখ করেছেন। আগামী ৬ জুলাই দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ের জন্য আবদুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথম আবদুকে লড়াইয়ের জন্য ডাকা হয়েছে এবং তিনি এটি কোনভাবেই মিস করতে চান না।
বিয়ে পিছিয়ে দেওয়া প্রসঙ্গে আবদু বলেন, ‘জীবনে কোনদিন এমন পুরস্কার অর্জন করার সুযোগ পাব তা ভাবিনি। এই বছরটি আমার ক্যারিয়ার এবং আমার প্রেম জীবনের জন্য খুব ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাকে আমার বিয়ে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হবে। কারণ এই ম্যাচটি আমাদের ভবিষ্যতের জন্য দারুণ অর্থনৈতিক নিরাপত্তা দেবে।
আবদু বলেন, এখন শুধু নিজেকে নিয়ে নয়, আমিরার ভবিষ্যৎ নিয়েও তাকে ভাবতে হবে। তাই এই বড় সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। আবদু বলেন, ‘আমিরা আমার এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছে। কারণ এটি আমাদের জন্য অনেক কিছু পরিবর্তন আনবে। আমার মতো উচ্চতার কারো জন্য এই ধরনের সম্মান প্রথম। যার জন্য আমাকে এই দিনগুলিতে প্রচুর প্রশিক্ষণ নিতে হবে।
গানের তালে গাড়ি চালিয়ে সমালোচনার কবলে পরীমণিগানের তালে গাড়ি চালিয়ে সমালোচনার কবলে পরীমণি
এই বক্সিং ম্যাচটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ আবদু রোজিকের উচ্চতা তিন ফুটের একটু বেশি। এমতাবস্থায় তিনি এই শিরোপার লড়াইয়ে সব ঐতিহ্য ভেঙে দেবেন বলে মনে করা হচ্ছে। আবদু রোজিকের এই জায়গায় পৌঁছানো, পথচলা অনেকের জন্যই অনুপ্রেরণা।
তবে আবদু রোজিক তার বিয়ের নতুন তারিখ এখনও ঘোষণা করেননি। তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করেছেন ম্যাচের পরপরই তিনি এই সুখবরের দিনটি ঘোষণা করবেন।
আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি।- ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।