জুমবাংলা ডেস্ক : বিগত চার মাসে ১৬ হাজার ২১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সংযোগ বিচ্ছিন্নের ফলে প্রতিদিন এক কোটি ৮৭ লাখ নয় হাজার ৯৭৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। রবিবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
‘বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা’ : প্রধান উপদেষ্টা
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে গতকাল ৪ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪১টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৯৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ২১৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৬৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



