বিনোদন ডেস্ক : তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামীকাল। এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা; উন্মাদনা এতটাই যে সিনেমা মুক্তির দিন তামিলনাড়ুর বেশ কয়েকটি কোম্পনি ছুটি ঘোষণা করেছে।
কিন্তু কেন? বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ুতে তুমুল জনপ্রিয় বিজয়; প্রিয় নায়কের সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর এইচআর বিভাগে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। সে কারণে বেশ কয়েকটি কোম্পানি সেদিন ছুটি ঘোষণা করেছে। এমনও হয়েছে, কর্মীদের জন্য ফ্রি টিকেটও দিচ্ছে কিছু কোম্পানি।
And, We have decided to declare 13th April'22 as Official Holiday on the occasion of the #Thalapathy @actorvijay 's #BEAST movie Worldwide Release…#Beast#BeastModeON #BeastMovie @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial pic.twitter.com/q72S6JuP0D
— Aaraa Infomatics (@aaraainfo) April 11, 2022
ছুটি ঘোষণার বেশ কয়েকটি কোম্পানির নির্দেশনাও ভাইরাল হয়েছে অন্তর্জালে। পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে।
We declared a Holiday on 13th April'22 on the occasion of the #BEAST movie release…🙌🙌#BeastModeON #BeastMovie pic.twitter.com/xTK5aayBMj
— KnitBrainHQ (@KnitBrainHQ) April 11, 2022
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি। তবে এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।