বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবায় নীড় অপরাজিত চ্যাম্পিয়ন

dabaru nir

খেলাধুলা ডেস্ক : বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবায় নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রানার-আপ হয়েছেন।

dabaru nir

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উভয়েই ৯ খেলায় ৮ পয়েন্ট করে অর্জন করেন। টাই-ব্রেকিং পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শিরোপা জয় করেন এবং আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রানার-আপ হন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থান লাভ করেন। সাত পয়েন্ট করেন ১২ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ- পল্লী সঞ্চয় ব্যাংকের অনতা চৌধুরী, পঞ্চম- বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ষষ্ঠ- বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সপ্তম- তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান, অষ্টম- মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, নবম- বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, দশম-উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান, একাদশ- বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, দ্বাদশ- সাধারণ বীমা করপোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, ত্রয়োদশ- বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, চতুর্দশ- চঞ্চল কুমার ঘোষ এবং পঞ্চদশ- সাধারণ বীমা করপোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়ত উল্লাহ।

সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে এদের মধ্যে ষোড়শ- ক্যানিএডট মাস্টার মো. জামাল উদ্দিন, সপ্তদশ- তাহমিদুল হক, অষ্টাদশ- ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ঊনবিংশ- মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও বিংশতম-এম, এম জহিরুল ইসলাম।

রাজধানীতে র‌্যাব-পুলিশের ‘টহল দুর্বলতায়’ বাড়ছে অপরাধ

বিশেষ পুরস্কার পান রায়ান রশিদ মুগ্ধ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশব, আয়ান রহমান, সংগ্রাম দাস, মাসুদ রানার, খন্দকার আনিকা মাওলপ, মো. তারিকুর রহমান, আসিয়া সুলতানা, মুশফিকুন নবী অর্ক, কাজী জারিন তাসনিম এবং হুমায়ন কবীর।