বাইকের মাইলেজ কমে গেছে? কী করবেন?

Bike

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেলের মাইলেজ নিয়ে কমবেশি সবাই চিন্তিত। নানা কারণে বাইকের মাইলেজ কমতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে বাইকের কেবলমাত্র একটি অংশ বদলে দিলেই বেড়ে যেতে পারে মাইলেজ।

Bike

মোটরযান কেনার ক্ষেত্রে মধ‍্যবিত্তের সেরা ভরসা বাইক। তবে অনেক সময় দেখা যায় সাধের বাইকের মাইলেজ কমে গিয়েছে। নতুন অবস্থায় যে জোরে ছুটত আপনার বাইক, খানিকটা যেন কমে গিয়েছে সেই ক্ষমতা। সেইসঙ্গে বেড়ে যায় পেট্রোলের খরচও।

air_filter

বাইকের মাইলেজ কমার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে বাইকের কেবলমাত্র একটি অংশ বদলে দিলেই বেড়ে যেতে পারে মাইলেজ।

বাইকের কোনও অংশ বদলানোর প্রসঙ্গ এলেই পকেটে টান পড়ে মধ‍্যবিত্তের। তবে মাইলেজ বাড়ানো জন‍্য যে অংশটি বদলানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, তাতে খরচও খুব বেশি নয়।

এয়ার ফিল্টার বাইকের মাইলেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এয়ার ফিল্টার নোংরা বা পুরনো হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় মাইলেজ। বেড়ে যায় তেলের খরচও।

সাধারণত, বাইক ৩০০০ থেকে ৫০০০ কিমি চলার পরই এর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। কিন্তু নোংরা জায়গায় বাইক চালালে যেখানে প্রচুর ধুলা-ময়লা থাকে, তাহলে আগে ফিল্টার বদলানো ভালো। খরচ প্রায় ১০০ টাকা। অর্থাত্‍ খুবই কম।

নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ধুলা এবং ময়লা প্রবেশ করা বন্ধ করে না। এটি ইঞ্জিনের অংশগুলোতে ঘর্ষণ বাড়ায়। এজন্য ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বাড়বে।

নতুন এয়ার ফিল্টার যা ক্লিনার, ইঞ্জিনে আরও তাজা বাতাস সরবরাহ করে। এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে এবং মাইলেজ বাড়ায়।