আন্তর্জাতিক ডেস্ক : নিছকই মজার ছলে ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কর্নাটকের দুর্গের এক যুবক। কিন্তু এ কাজ করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়তে হবে, তা ভাবেননি।
বাইক নিয়ে অনেকেই নানা রকম কেরামতি দেখান। তা-ও আবার ব্যস্ত রাস্তায়। জীবনের ঝুঁকি আছে তা জানা সত্ত্বেও একই কাজের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যার জেরে অনেকে আহত হন, অনেকের আবার মৃত্যুও হয়।
নিছকই মজার ছলে ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কর্নাটকের দুর্গের এক যুবক। কিন্তু এ কাজ করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়তে হবে, তা ভাবেননি।
এবড়োখেবড়ো রাস্তা। বাইকের আসনের উপর এক দিকে দু’পা ঝুলিয়ে রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছিলেন ওই যুবক। তাঁর এই স্টান্ট ক্যামেরাবন্দি করছিলেন এক পথচারী। সেই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশের হাতে পৌঁছয়। তৎক্ষণাৎ পুলিশ যুবকের খোঁজে তল্লাশিতে নামে।
▪️स्टंटबाज, मोडिफाइड साइलेंसर, रैश ड्राइविंग करने वालों के विरुद्ध लगातार दुर्ग पुलिस के द्वारा कार्यवाही की जा रही है।
▪️ कृपया यातायात के नियमों का पालन करें।
▪️यातायात पुलिस व्हाट्सएप हेल्पलाइन नंबर 94791-92029।@SadakSuraksha#trafficpolicedurg #Durgpolice pic.twitter.com/5KBTs0ED2R
— Durg Police (@PoliceDurg) September 24, 2022
ঘটনার কিছু ক্ষণের মধ্যেই যুবককে আটক করে পুলিশ। ট্র্যাফিক আইন ভাঙার জন্য ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে যুবককে। শুধু তাই-ই নয়, এমন অপরাধ করার জন্য তাঁকে কানও ধরিয়ে প্রতিশ্রুতি আদায় করে নেওয়া হয় যে, ভবিষ্যতে এমন কেরামতি তিনি আর দেখাবেন না।
ঘরে ঢুকে সরাসরি ঋতুপর্ণার সঙ্গে যা করলেন প্রসেনজিৎ, লজ্জায় লাল অভিনেত্রী
এর পরই দুর্গ পুলিশের তরফে যুবকের ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে সচেতনতার বার্তা দেয়। টুইটে লেখা হয়, ‘স্টান্টবাজি, মোডিফায়েড সাইলেন্সার, বেপরোয়া ভাবে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। দয়া করে ট্র্যাফিক আইন মেনে চলুন।’ একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।