বাইক অথবা গাড়ির দাম সবারই জানেন, ট্রেনের দাম কত সেটা কি জানেন?

ট্রেনের দাম

লাইফস্টাইল ডেস্ক : আপনি গাড়ির দাম বা বাইকের দাম জানেন, কিন্তু জানেন কি একটা ট্রেনের দাম কত? কখনও ভেবেছেন একটি ট্রেন তৈরিতে কত খরচ হয়? এই প্রতিবেদনে একটি সম্পূর্ণ ট্রেন এবং একটি ইঞ্জিন তৈরির খরচের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বন্দে ভারত এবং বুলেট ট্রেনের খরচ সম্পর্কেও জানানো হয়েছে।

ট্রেনের দাম

বর্তমানে দেশের পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লী-বারাণসী রুটে চলাচল করে। সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, একটি নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরির খরচ প্রায় ১১৫ কোটি টাকা।

ভারতবর্ষের শীঘ্রই সাধারণ ট্রেনের জায়গায় ছুটবে বুলেট ট্রেন। মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। রিপোর্ট অনুযায়ী, একটি বুলেট ট্রেন তৈরি করতে মোট খরচ হয় ৬০,০০০ কোটি টাকা। অন্যদিকে দেশে চলমান রাজধানী ট্রেনের খরচ ৭৫ কোটি টাকা। এর মানে, ভারতে একটি বুলেট ট্রেনের খরচে ৮০০টি রাজধানী ট্রেন কেনা যাবে।

বর্তমানে ভারতীয় রেলে দুই ধরনের কোচ ব্যবহার করা হচ্ছে। যা ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে, একে ICF কোচ বলা হয় এবং অন্যটি LHB কোচ। ICF কোচের দাম ৮০ লক্ষ টাকা অন্যদিকে LHB কোচের দাম প্রায় ৭২ লক্ষ টাকা। এছাড়াও এসি কোচ গুলো এর চেয়েও দামি এবং যার দাম প্রায় দেড় কোটি টাকা।

এক ফোঁটা বী.র্য তৈরিতে কত ফোঁটা র.ক্ত লাগে? জানলে অবাক হবেন

আপনাকে জানিয়ে রাখি, ট্রেনে দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। একটি বৈদ্যুতিক আর অন্যটি ডিজেল চালিত ইঞ্জিন। বৈদ্যুতিক ইঞ্জিনটির নাম WAP-7, যার দাম ১২.৩৮ কোটি টাকা আর ডিজেল চালিত ইঞ্জিনকে WAP-4D বলা হয়, যার দাম ১৩ কোটি টাকা।