জুমবাংলা ডেস্ক: কোটিপতি বাবার কাছে দাবি ছিল- ঈদের আগে আইফোন ও ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনে দেওয়ার। কিন্তু তা না দেওয়ায় স্বাগতম চৌধুরী (২১) নামে এক ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরের দিকে রাজা-জমিদারদের তীর্থভূমি ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবা পল্লীতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ৮টায় মুক্তাগাছা পৌর মহাশশ্মাণে যুবকের সৎকারের সম্পন্ন করা হয়।
স্বাগতম চৌধুরী মুক্তাগাছা থানার সুইপার অনিল চৌধুরীর ছেলে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আত্মহত্যার আগে মৃত্যুর কারণ উল্লেখ করে দুই পাতার একটি চিরকুট লিখে রেখে গেছে স্বাগতম চৌধুরী। চিরকুট থেকে জানা যায়, ঈদের আগে বাবার কাছে ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ মডেলের একটি মোটরসাইকেল এবং একটি আইফোন কিনে দিতে বলেছিল। কিন্তু বাবা অনিল চৌধুরী তা কিনে দেননি। আর এতেই অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্বাগতম।
ওসি জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে গত কয়েক বছর ধরে স্বাগতম বাবার সঙ্গে থানা ও পুলিশ লাইনে কাজ করতেন।
স্বাগতমের বাবা অনিল চৌধুরীর পেশায় সুইপার হলেও সম্পদে কোটিপতি। নগরীর পৌর শহরে দুইতলা বাড়ি রয়েছে।
এদিকে ছেলে হারানোর শোকে যেন নির্বাক বাবা অনিল চৌধুরী।
ছেলে হারানোর কষ্ট নিয়ে পাথরচাপা কষ্ট নিয়ে অনিল চৌধুরী বলেন, স্বাগতম আমার কাছে মোটরসাইকেল ও আইফোন চেয়েছিল। বলেছিলাম- ব্যাংক বন্ধ ঈদের পর এক ব্যবস্থা করে কিনে দেব। কিন্তু ছেলে আমার তা মানেনি। অভিমান করে রান্না ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো।
এ সময় তিনি আক্ষেপ করে বলেন, স্বাগতম আমার একমাত্র ছেলে। কীভাবে তাকে মোটরসাইকেল কিনে দেই বলেন, আমি চাইনি আমার ছেলেটা মোটরসাইকেল চালাক। কে জানে কখন কী হয়। তবুও ছেলের শখ মেটাতে ঈদের পর কিনে দেব বলেছিলাম। তা আর হলো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।