বাইকের এক্সস্ট থেকে সাদা ধোঁয়া কেন বের হয়? এটা কি স্বাভাবিক

বাইক

লাইফস্টাইল ডেস্ক : মোটরবাইকের এক্সস্ট থেকে সাধারণত কালো ধোঁয়া বের হয়। যদি কখনো দেখুন সাদা ধোঁয়া বের হচ্ছে তবে বুঝবেন ইঞ্জিনের স্বাস্থ্য ভালো নেই। এক্সহস্ট থেকে সাদা ধোঁয়া বের হওয়া ভালো লক্ষণ নয়। সাদা ধোঁয়া নির্দেশ করে ইঞ্জিনের ভেতরকার অবস্থা নড়বড়ে!

বাইক

আপনার বাইকের এক্সস্ট থেকে নির্গত ধোয়া যদি জলীয় বাস্প হয় তাহলে বিশেষ চিন্তা করার কারণ নেই। কিন্তু এই ধোয়া যদি কুল্যান্ট বা ইঞ্জিন অয়েল লিক হওয়ার কারণে হয় তাহলে সাবধান হতে হবে।

ক্রমাগত যদি এক্সস্ট থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে তাহলে তা আপনর বাইকের ইঞ্জিন এবং কুল্যান্টের জন্য ভালো নয়। এমন যদি হয় তাহলে বুঝতে হবে কুল্যান্ট জ্বলে গিয়েছে যা সরাসরি বাইকের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।

বাইকের এক্সহস্ট থেকে সাদা ধোঁয়া বের হওয়া কি ভালো?

এক্সস্ট থেকে সাদা ধোঁয়া সাধারণত অল্প সময়ের জন্য বের হয়। এ ক্ষেত্রে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এক্সহস্ট পাইপে গিয়ে জমা হয় এবং আপনি যখন মোটরসাইকেল চালু করেন তখন উত্তপ্ত গ্যাসগুলো এই ঘনীভূত জলীয় বাষ্পকে বের করে নিয়ে যায়।

এমতাবস্থায় আপনাকে বিশেষ কিছু করতে হবে না। কোনও যান্ত্রিক হস্তক্ষেপ ছাড়াই ঠিক হয়ে যাবে। কিন্তু কুল্যান্ট যদি লিক হয় তাহলে সতর্ক হতে হবে। যাদের বাইক লিকুইড কুল্ড নয় তাদের কুল্যান্ট নিয়ে ভাবার দরকার নেই।

তবে মোটরসাইকেল যদি লিকুইড কুল্ড হয় তাহলে অবিলম্বে কুল্যান্ট রিজার্ভার ট্যাংকের স্তর যাচাই করুন। এই স্তর উচ্চ এবং নিম্ন চিহ্নগুলোর মধ্যে হতে হবে। রেডিয়েটর ক্যাপটি সরিয়ে কুল্যান্ট স্তর যাচাই করে নিন।

অনেকেই বছরভর কুল্যান্ট পরিবর্তন করেন না। সে ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। স্তর যদি কম হয় তাহলে বুঝবেন কুল্যান্ট লিক করেছে। এ ক্ষেত্রে বাইকের ইঞ্জিন অয়েলের গুনগত মানও যাচাই করে দেখতে পারেন।

ইঞ্জিনের তেল যদি সাদা বা সবুজ ছোপযুক্ত হয় তাহলে কুল্যান্ট লিক করতে পারে। যার ফলে এক্সহস্ট পাইপ থেকে সাদা ধোঁয়া নির্গত হয়।

eআরও একটি কারণ হল মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল যদি পুড়ে যায় তাহলেও এই সমস্যা দেখা দেবে। এই পরিস্থিতিতে ধুসর রংয়ের ধোঁয়াও বের হতে পারে। এই সময় ইঞ্জিন অয়েল যাচাই করলেই বুঝতে পারবেন। যদি তেলের স্তর কম থাকে তাহলে বুঝতে তেল পুড়ছে।

তেলের মান বাজে হলেও এইরূপ সমস্যা দেখা দিতে পারে। এখানে যদি ভালভে কোনও লিক রয়েছে কিনা অথবা পিস্টন রিং ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দেখলেই ঠিক করতে পারবেন।

ছবিটি জুম করে দেখুন প্রথমে ঘোড়া নাকি ব্যাঙ দেখছেন? ছবিটি বলে দিবে আপনার ব্যক্তিত্ব

পরবর্তীকালে যাতে এই সমস্যা না হয় তার জন্য অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল এবং জ্বালানি ব্যবহার করা উচিত।