বিকিনি টপে নেট দুনিয়ায় উঞ্চতা ছড়ালেন নুসরাত

Nusrat

বিনোদন ডেস্ক : : হট অবতারে সাংসদ-নায়িকা। কম যান না স্বামী যশও! নুসরত যখন বিকিনি টপ পরনে ছবি শেয়ার করে রবিবাসরীয় দুপুরে নেটপাড়ায় আগুন ধরিয়ে দিলেন, তখন পাল্লা দিয়ে শার্টলেস অবতারে ধরা দিলেন অভিনেতাও। এককথায় রবিবাসরীয় নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে যশ- নুসরত।

Nusrat

তর্ক-বিতর্ক যতই থাকুক, সেসব সরিয়ে যশ-নুসরত নিজেদের মতো করে দাম্পত্য কাটাচ্ছেন। সদ্য ‘মেন্টাল’-এর প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন। অবসর পেয়েই তারপর মালদ্বীপে উড়ে গিয়েছেন ছুটি কাটাতে। তবে শহরে ফিরে এলেও ছুটির রেশ যে কাটেনি তারকাদম্পতির, সেটা তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।

রবিবারের আলসে দুপুরেও সেই ট্যুরের ছবি দিয়েই আমেজে মেতেছেন। নুসরতকে দেখা গেল সবুজ রঙের বিকিনির সঙ্গে সাদা ক্রচেট টপ পেয়ার আপ করতে। অন্যদিকে যশকে দেখা গেল সমুদ্র সৈকতে উন্মুক্ত শরীরে। অভিনেতার এমন সুঠাম গড়নেই নেটদুনিয়ায় হুল্লোড়! তবে প্রশংসার পাসাপাশি যশ-নুসরতের উদ্দেশে উড়ে এল কটাক্ষও।

আমি পুরুষের বিছানার আগুন আর নারীদের বিছানাতেও : অ্যাম্বার হার্ড

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ফ্ল্যাট বিতর্কে জড়িয়েছিলেন নুসরত জাহান। ঠিক সময়েই ‘মেন্টাল’-এর শুটে সরকারি গাড়ি নিয়ে গিয়ে আবারও সমালোচনার শিকার হন। অন্যদিকে যশের প্রথম বলিউড ছবি নিয়েও আপত্তি তুলে দু’দুটো FIR দায়ের হয়েছে শিখ সম্প্রদায়ের তরফে। তবে সেসব তর্ক-বিতর্ককে দূরে সরিয়ে যশ-নুসরত সুখের ঘরকন্না সামলাচ্ছেন।