বিকিনি পরা ছবি দিয়ে ঝড় তুললেন অনশুলা কাপুর

অনশুলা

বিনোদন ডেস্ক : আগে ভাবতেন চেহারা ঠিক নয় তাই লুকিয়ে রাখতেন নিজেকে। সেই ধারণা বদলে ফেলেছেন অর্জুন কপূরের বোন অনশুলা। খোলামেলা পোশাকেই স্বচ্ছন্দ হওয়ার চেষ্টা করছেন।

অনশুলা

চেহারা যেমনই হোক, তার সঙ্গে পোশাক পরার সম্পর্ক কী? পুলের ধারে বসে জলে পা ডুবিয়ে বিকিনি পরা ছবি পোস্ট করলেন অর্জুন কপূরের বোন অনশুলা কপূর। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন মাস আগে সাঁতারের পোশাক নিয়ে কথা হচ্ছিল।

বিকিনি

প্রিয়ম গানেরিবালকে আমি বলেছিলাম, কখনই বিকিনি পরব না। পোশাক খুলে ফেলে একফালি সুতোয় আমি স্বস্তিবোধ করব না। প্রিয়মের সহজ প্রতিক্রিয়া ছিল, কেন নয়? আমি মনে করি তোমার বিকিনি পরা উচিত।’

অভিষেকের আগেই আরিয়ানের ওয়েব সিরিজ বিক্রি হল কয়েকশো কোটি টাকায়

ছবির নীচে যেন আত্মকথন চলেছে অনশুলার। লিখেছেন, ‘কেন আমি দ্বিধা বোধ করছিলাম? পরে বুঝেছি। আসলে ভাবছিলাম, আমার চেহারা বিকিনি পরার উপযুক্ত নয়। ভাবতাম, নির্দিষ্ট পোশাক পরার জন্য নির্দিষ্ট ধরনের চেহারা প্রয়োজন। আমি আমার শরীর লুকিয়ে রাখতে চাইতাম। নিরাপদ থাকতে চাইতাম। কিন্তু এখন সেটা বদলাতে শিখছি।’