বিনোদন ডেস্ক : গাইবান্ধায় কোরবানির জন্য বিক্রির অপেক্ষায় দুই টন ওজনের ষাড় মিঠুন। প্রায় ২ হাজার কেজি ওজনের ষাড়টির রং সাদার মধ্যে হালকা কালো, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি আর লম্বায় ১০ ফিট। দাম হাকা হয়েছে ৩০ লাখ টাকা। এখনও কেউ দামদর করেনি। তবে কোরবানির হাটে বিক্রি হবে বলে আশাবাদী মিঠুনের মালিক শাহজাহানের।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের খামারী শাহজাহান আলী চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাড়টি লালন পালন করছেন। শখ করে নাম রেখেছেন ভারতের নায়ক মিঠুন।
খাদ্য তালিকায় তার পছন্দের খাবার ভূষি, খুদ, লেবু, মাল্টা, কলা ও কাঁচা ঘাস। নাম ধরে মিঠুন ডাকলেই শাহজাহানের কাছে চলে আসে। আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য ষাড়টি একেবারেই প্রস্তত করা হয়েছে।
ত বছর করোনা ভাইরাসের কারণে কোরবানির সময় বিধি নিষেধ থাকায় ষাড়টি বিক্রি করতে পারেনি, তবে এবার তার ষাড়টি ৩০ লাখ টাকায় বিক্রি হবে বলে আশাবাদী মিঠুনের মালিক শাহজাহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।