বিক্রি করতে আনা ছাগল মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল

ছাগল

আন্তর্জাতিক ডেস্ক : পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। গৃহপালিত পশুরা বলতে না পারলেও তারা কিন্তু আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে অনেক কিছু। পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে।

ছাগল

বিক্রির জন্য পোষ্য ছাগলকে বাজারে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। পেল্লায় ছাগলটিকে কেনার জন্য ভিড় জমেছিল। দর হাঁকাহাঁকিও চলছিল। ছাগলটিকে ক্রেতার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই সেখানে উপস্থিত সকলকে চমকে দিয়ে মালিকের কাঁধে মাথা রেখে করুণ সুরে ডাকতে শুরু করে ছাগলটি। চোখ থেকে জলও গড়িয়ে পড়েছিল।

ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ছাগলের এমন আচরণে হতবাক হয়েছেন অনেকেই।