বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতিবছর মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এর মধ্য থেকে গ্রাহক নিজের জন্য তার পছন্দের ফোনটি বেছে নেন। গ্রাহকদের পছন্দের ভিত্তিতে জনপ্রিয়তা পায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন। স্থান করে নেয় বিক্রির শীর্ষ তালিকায়।
২০২১ সালে সর্বোচ্চ বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তির বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। সেখানে সর্বোচ্চ বিক্রিত সাতটি ফোনই অ্যাপলের আইফোন। বাকি দুটি ফোন শাওমির দখলে এবং একটি স্যামসাংয়ের। এ তালিকায় জায়গা করে নিতে পারেনি ভিভো ও অপো।
সেরা ১০ ফোনের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে আইফোন। ষষ্ঠ স্থানে আছে স্যামসাং। সপ্তম স্থানে শাওমির রেডমি ফোন, অষ্টম ও নবম অবস্থানে আবারও আইফোন এবং দশম স্থানে রয়েছে আরেকটি রেডমি স্মার্টফোন।
প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম স্থানেই রয়েছে আইফোন ১২। অর্থাৎ ২০২১ সালে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১২। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১২ প্রো এবং আইফোন ১১। ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ স্মার্টফোন।
বেশি বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে শাওমির রেডমি ৯এ স্মার্টফোন। তালিকার ৮ ও ৯ নম্বরে রয়েছে আইফোন এসই ২০২০ ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। তালিকার ১০ নম্বরে রয়েছে শাওমির রেডমি ৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।