পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সলিম। অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একটি সরল স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেত্রী। আর এ মহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিনা সংকোচে অভিনেত্রী দুরেফিশান সলিম বলেন, “আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।”
অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তিতে বিস্মিত হয়ে পড়েন আরেক অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির। জুলফিকার জানতে চান, জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি? জবাবে এ অভিনেত্রী বলেন, “আমি ভেবেছিলাম, এ কারণে আল্লাহ হয়তো আমার উপর কোনো প্রভাব ফেলবেন না। কারণ আমি নামাজের জন্যই এটি ব্যবহার করব।”
এরপরই জুলফিকার বলেন, “তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করেন, তাদেরও ক্ষমা করা উচিত!” এ কথা শুনে সবাই হাসতে শুরু করেন। তাদের হাস্যরসের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেত্রী দুরেফিশান সলিমের রসবোধের প্রশংসা করছেন নেটিজেনরা। মোহাম্মদ জাহান নামে একজন লেখেন, “শয়তানও দ্বিধায় পড়ে যাবে।” হায়দার লেখেন, “কি কিউট!”
নেটিজেনদের একটি অংশ অভিনেত্রীর রসবোধের প্রশংসা করলেও অন্য একটি অংশের কটাক্ষের মুখে পড়েছেন দুরেফিশান। কল্পনা নামে একজন লেখেন, “চুরি করে সেটা আবার পাবলিকলি বলছেন। এটা ঠিক না।” নিমরা লেখেন, “এটা মজার বিষয় না।” তাহির লেখেন, “চুরি তো চুরিই।” আরেকজন লেখেন, “আমাদের অভিনয়শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ কোন কথা পাবলিকলি বলা যাবে, আর কোনটা বলা উচিত নয়, তা জানা জরুরি।”
সুমাইয়া চৌধুরী আনিসা লেখেন, “প্রায় প্রতিটি পাকিস্তানি অভিনেত্রী এ রকম বাজে কথা বলেন, তারা খারাপ জিনিসকে ভালো জিনিস দিয়ে ঢেকে দেওয়ার উপায় খুঁজে বের করেন (ইকরা আজিজ, হিরা মণি…)।” আরেকজন লেখেন, “তুমি কি মুসলিম? অন্যদের সামনে এভাবে নিজেকে দেখানো কি ঠিক? একবার ভেবে দেখো, ইসলাম কি এটাই শেখায়। তোমার মুখ আর শরীরের জন্য মানুষের লাইক আর কমেন্ট পাও। ইসলাম শিখো আর উদাহরণ হও।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
১৯৯৪ সালের ১৪ জানুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন দুরেফিশান সলিম। তার বাবা সলিম-উল-হাসান একজন পরিচালক ও প্রযোজক। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন দুরেফিশান। পরে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার গড়তে করাচিতে পাড়ি জমান।
২০২০ সালে ‘দিল রুবা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দুরেফিশান। একই বছর ‘ভারা’ টিভি সিরিজে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজ হলো—‘ভারাইসি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ প্রভৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



