বিনোদন ডেস্ক : এ প্রজন্মের একজন জনপ্রিয় গায়িকা সোমনুর মনির কোনাল। বাবার পেশাগত কাজের জন্য তার শিশুকাল কেটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনাও করেছেন সেখানে। এরপর বিবিএ পড়েন আমেরিকান ইউনিভার্সিটি অব লন্ডনে। তবে গত এক যুগের বেশি সময় ধরে জন্মভূমি বাংলাদেশই তার ঠিকানা।
কিন্তু কুয়েতের বিলাসী জীবনযাপন ছেড়ে কেন জন্মভূমি বাংলাদেশে এসে স্থায়ী হলেন কোনাল? শনিবার (২৮ জানুয়ারি) তার জন্মদিনে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সে কথাই প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।
কোনাল বলেন, ‘কুয়েতে ছোটবেলা থেকে গাইতাম। ওখানে এমন কোনো মঞ্চ নেই, যেখানে গাওয়া হয়নি। কিন্তু মনে মনে চাচ্ছিলাম বাংলা গান নিয়ে নিজের দেশে কিছু করতে। সে জন্যই কুয়েত ছেড়ে বাংলাদেশে এসেছিলাম। শুধু দেশের প্রতি ভালোবাসা থেকেই সব ছেড়ে বাংলা গান নিয়ে থাকতে চেয়েছিলাম।’
গায়িকা বলেন, ‘একটা সময় আমার দেশে ফেরার ব্যাপারটা সবাই বুঝতে পেরেছিল। এই দিকটা রিকগনাইজ করায় আমার কাছেও খুব ভালো লেগেছিল। যেদিন সবাই বুঝতে পেরেছিল, সেদিনই মনে হয়েছিল, কুয়েতের সবকিছু ছেড়ে বাংলাদেশে আসাটা সার্থক।’
কুয়েতে বিলাসী জীবনযাপন করতেন জানিয়ে কোনাল বলেন, ‘বাংলাদেশে এসে সব নতুন করে শুরু করতে হয়েছে। যখন শুনি একজন ভক্ত তার মেয়ের নাম রেখেছেন কোনাল, এক ভক্তের ডায়েরির শত শত পেজে আমার ছবি, কাজের খবর দিয়ে বাঁধাই করে রেখেছেন, অনেকেই জন্মদিনে বাসায় উপহার পাঠান। এই ভালোবাসা সব সময়ই আমাকে মুগ্ধ করে।’
২০০৯ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ রিয়ালিটি শো-তে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন কোনাল। তারপর থেকে আসতে থাকে একের পর এক গান গাওয়ার প্রস্তাব। বহু একক ও যৌথ গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। গেয়েছেন বেশ কিছু সিনেমাতেও। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা।
গান গাওয়ার পাশাপাশি গান বিষয়ক রিয়ালিটি শো-এর বিচারকের ভূমিকায়ও দেখা গেছে কোনালকে। করেছেন অনুষ্ঠান উপস্থাপনাও। অন্যদিকে, ব্যক্তিগত জীবনে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়াকে বিয়ে করে চুটিয়ে সংসারও করছেন শ্রোতাপ্রিয় এই সুন্দরী গায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।