ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। এটি একটি কুখ্যাত কারাগার।

কারগারটিকে ‘বীভৎস’ এবং এটির অবস্থা ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করা হয়। সেখানে কর্মীর ব্যাপক সংকট, বন্দিদের মধ্যে সহিংসতা এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও নিত্যনৈমত্তিক ব্যাপার।
সাধারণ কারাগারে বন্দিদের চাপ কমাতে ১৯৯০ সালে এই বন্দিশালাটি তৈরি করা হয়। সেখানে মাদুরোর আগে গায়ক আর কেলি, ফার্মা ব্রো মার্টিন সেকরিলি, সমাজবাদী গিসলাইন ম্যাক্সওয়েল এবং একসময়ের ক্রিপ্টো কারেন্সির ওস্তাদ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড, গানের মগুল সিন ডেডি কোম্বস এবং মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জামবাদা গার্সিয়াকেও এই কারাগারে রাখা হয়েছিল।
মিউজিক মগুল সিন ডেডি কোম্বসের আইনজীবী একটি আদালতে ২০২৪ সালে বলেছিলেন, যদি তার মক্কেলকে এই কারাগারে রাখা হয় তাহলে তার জন্য বিচারের মুখোমুখি হওয়াই কঠিন হয়ে যাবে।
সেখানে বন্দিদের মধ্যেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে থাকে। ২০২৪ সালের জুনে এক বন্দি আরেক বন্দিকে ছুরিকাঘাত করে প্রায় মেরে ফেলেছিল। এর এক মাস পর দুই বন্দি মারামারি করে একজন আরেকজনকে মেরেই ফেলেছিল।
২০১৯ সালে সেখানে একবার ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কারাগারটি ওই সময় প্রায় এক সপ্তাহ প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। পরে আদালত সেখানে থাকা ১ হাজার ৬০০ বন্দিকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেয়।
সবচেয়ে ভয়াবহ হলো সেখানকার বন্দিদের তাদের সেলে এক টানা কয়েকদিন বন্দি করে রাখে। সেখানকার পরিবেশ অত্যন্ত বাজে এবং টয়লেটও ঠিকমতো কাজ করে না।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


