জুমবাংলা ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় এক নীলগাই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দয়রামপুর ইউনিয়নের কলাবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের বাঘাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া চাঁদপুর এলাকায় বিলের মধ্যে একটি নীলগাইটি ঘোরাফেরা করতে থাকে। যা দেখতে অন্যরকম অথচ গরুর মত। এ সময় স্থানীয়রা এই নীলগাইটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত নীলগাইটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজশাহী বনবিভাগ ও বন্যপ্রাণি পরির্দশন, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয়েছে তারা আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।