বিল গেটসের সঙ্গে কোলাবরেশন করে আলোচনায় ‘ডলি চা-ওয়ালা’

Bill Gates

আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ভারতে গিয়ে নাগপুরের এক চা-ওয়ালার সঙ্গে ভিডিও দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। এ নিয়ে ইন্টারনেটে চলছে তোলপাড়। বিল গেটসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই।

Bill Gates

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রাণপুরুষ তিনি। তবে তাঁর ব্যাপারে আরেকটি কথা বলা যায় তাঁর সাম্প্রতিক সব কর্মকাণ্ড থেকে। তিনি চমক দিতে ভালোবাসেন। আর সেই সঙ্গে বিশ্বের মানবকল্যাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যাচ্ছেন অনেক কিছু।

সে রকম লক্ষ্য নিয়েই তিনি এখন গিয়েছেন ভারত সফরে। আর গিয়েই তিনি নাগপুরের সড়কে এক সুপরিচিত চা-ওয়ালার সঙ্গে কৌতূহলোদ্দীপক কোলাবরেশন করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন। বিলের ইনস্টাগ্রামের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

এই ডলি চা-ওয়ালাও কিন্তু ইন্টারনেট সেনসেশন, নিজস্ব স্টাইলের লুক আর চা বানানোর কায়দার কারণে খুবই জনপ্রিয় তিনি। আছে তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিল গেটসের সঙ্গে আলোচিত ভিডিওতে দেখা যাচ্ছে বিল বলছেন, ‘ওয়ান চায়ে প্লিজ’। ‘ডলি কি টাপরি নাগপুর’ ইনস্টা পেজের মালিক এই চা-ওয়ালাকে এবার দেখা যায় আকর্ষণীয় ভঙ্গিমায় নিজস্ব কায়দায় চা বানাতে।

চায়ের কাপ হাতে উচ্ছ্বসিত বিল গেটস মজা করে পোজও দিয়েছেন ডলি চা-ওয়ালার সঙ্গে। এই বিচক্ষণ টেকসম্রাট ভিডিওর সঙ্গে টেক্সটে লিখেছেন, ভারতে আপনি সব জায়গায় সৃজনশীলতা খুঁজে পাবেন, তা এক কাপ চা বানানোর মতো ব্যাপারেই হোক না কেন। আরও মজার বিষয় হচ্ছে, ভিডিওটি শেষ হয় এক দারুণ কথা দিয়ে।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

তিনি লিখেছেন, আরও অনেক ‘চায়েপে চর্চা’, অর্থাৎ চায়ের আড্ডার আশা রাখছি সামনে। এই যে চায়ের আড্ডাকে ঘিরে নতুন আইডিয়া সামনে আসে৷ সৃজনশীলতার চর্চা হয়, এটিই মুখ্য হয়ে উঠেছে বিল গেটসের কথায়। তবে বিলের উদ্দেশ্য ও তার ব্যাপ্তি অনেক বিস্তৃত হলেও এখন ডলি চা-ওয়ালাই মনোযোগের কেন্দ্রে সবার।