আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু বিপর্যয় এবং বিধ্বংসী সাইবার হামলার মতো বিষয়গুলো নিয়ে মানুষজনকে বারবার সতর্ক করে আসছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এবার এ বিলিয়নিয়ার জানিয়েছেন, দুটি সংকট নিয়ে তিনি এখন বেশি উদ্বিগ্ন। এরমধ্যে একটি হলো যুদ্ধ, আরেকটি হলো মহামারি। এ নিয়ে রাতে ঘুম হয় না বলেও জানিয়েছেন বিল গেটস। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘বর্তমানে বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি বড় যুদ্ধ বাধাতে পারে। যদি যুদ্ধ নাও হয় তবুও একটি মহামারির শঙ্কা রয়েছে। আগামী ২৫ বছরের মধ্যে এ মহামারি দেখা দিতে পারে।’
২০২২ সালে নিজের লেখা বই ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যানডেমিক’ বইতে গেটস করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি নিয়ে বিভিন্ন সরকারের সমালোচনা করেন।
তিনি করোনা মোকাবিলায় ওই বইতে কিছু সুপারিশও করেন, যার মধ্যে রয়েছে শক্তিশালী কোয়ারেন্টাইন ব্যবস্থা, রোগ পর্যবেক্ষণ, এবং ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি।
করোনা নিয়ে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘যদিও এই মহামারি থেকে কিছু শিক্ষা নেওয়া হয়েছে, তবে দুঃখজনকভাবে এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক কম। আমরা কী ভাল করেছি এবং আমরা কোথায় দুর্বলতা রয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে।’
এর আগে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আগামী পাঁচ বছরে মানুষের জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে। এই প্রযুক্তি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কারণ এটি নতুন সুযোগ তৈরি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।