ছোটবেলার যে অভ্যাসের জন্যই জীবনে সাফল্য পেয়েছেন বিল গেটস!

আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের উদ্ভাবক, কো-ফাউন্ডার। বিশ্বের ধনীদের শীর্ষ তালিকার অন্যতম নাম, যাঁর কথা, কাজ বারবার অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। মাইক্রোসফট এই মুহূর্তে বিশ্বের বড় সংস্থাগুলির মধ্যে অন্যতম। তাঁর সাফল্য, কাজের দিকে বহু তরুণ-তরুণী তাকিয়ে থাকেন অবাক হয়ে। একাধিকবার তিনি তরুণ প্রজন্মকে সাফল্যের মন্ত্র দিয়েছেন। উৎসাহিত করেছেন কাজের প্রতি। বলেছেন যে কোনও বিষয়ে কৌতূহলী থাকতে, … Continue reading ছোটবেলার যে অভ্যাসের জন্যই জীবনে সাফল্য পেয়েছেন বিল গেটস!