আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ের প্রাক-অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। ভারতে এসে দিল্লির আইআইটিতে বক্তৃতা দিয়েছেন তিনি। নাগপুরে খেয়েছেন অভিনব পদ্ধতিতে তৈরি চা। আর তা নিয়েই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
নাগপুরের রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে ডলির ছোট্ট চায়ের দোকান। অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকেন ডলি। আবার তার রকমারি চশমা, চুলের বাহার এবং কাণ্ডকারখানা দেখার জন্যও অনেকে দোকানে ভিড় জমাতেন। চা তৈরি, বিক্রি, গ্রাহকের সিগারেটে আগুন ধরানো— সব ক্ষেত্রেই অনন্য ডলির স্টাইল। সোশ্যালে অনেকে ডলিকে হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে তুলনা করেন।
চা বিক্রেতা ডলি সারা ভারতে জনপ্রিয়। তার চা তৈরি এবং তা বিক্রির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেননি এমন মানুষ বিরল। তার উদ্ভাবনী প্রক্রিয়ার প্রশংসা করেছেন বিল গেটসও। তিনি বলেন, ভারতে যেখানেই ঘুরবেন আপনি কিছু নতুনত্ব পাবেন। এমনকি এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম। সত্যিই অভিনব।
চায়ের কাপে চুমুক দিয়ে ডলির সঙ্গে ছবিও তোলেন বিল গেটস। অবশ্য ডলির দাবি, তিনি জানতেনই না যে বিশ্বের অন্যতম ধনকুবেরের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম তিনি সাধারণ একজন বিদেশি। হায়দরাবাদ থেকে নাগপুরে ফেরার পর বুঝতে পারি কে আমার হাতে চা খেয়েছেন।
ডলি জানান, ভবিষ্যতে তার খুব ইচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চা খাওয়ানোর। হয়তো এই ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে তার। বর্তমানে ইনস্টাগ্রামে ডলির ফলোয়ার প্রায় ১২ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।