আন্তর্জাতিক ডেস্ক : যদি বলা হয় বিল গেটস নোংরা নর্দমা বা ড্রেনের জল খেয়েছেন, তবে তা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু অবাক করা বিষয় হলেও ব্যাপারটি সত্য। নোংরা জল খাওয়ার পাশাপাশি ইউরিনালের গন্ধও সহ্য করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি।
বিল গেটসকে কে না চেনেন? দীর্ঘকাল যাবৎ তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বর্তমানে শীর্ষস্থান খোয়ালেও বিশ্বের ধনীতম ব্যক্তিদের প্রথম ভাগেই নাম থাকে এই প্রবীণ ধনকুবেরের। কিন্তু এহেন বিপুল সম্পত্তির মালিক বিল গেটস নাকি খেয়েছেন নর্দমার জল। পাশাপাশি তিনি মূত্রের গন্ধও শুকেছেন। তাঁর এই সব কর্মকান্ডের কথা খোদ প্রকাশ করেছেন বিল গেটস নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই ‘স্বীকারোক্তি’ করেছেন বর্তমান বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি। তাঁর এই পোস্ট দেখে নেটিজেনরা কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন। ধনকুবের বলেন কী!!
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে এই পোস্ট করেছেন ধনকুবের। তিনি লেখেন, “আমি বছরের পর বছর কয়েকটি অদ্ভূত বাজে বাজে কাজ করে এসেছি। কমেডিয়ান জিমি ফ্যালনের সঙ্গে নর্দমার জল খেয়েছি। এমনকি মানুষের মলেরও গন্ধ শুকেছি।” 19 নভেম্বর বিশ্ব টয়লেট দিবস (Word Toilet Day) -এ এই পোস্টটি শেয়ার করেন বিল গেটস।
নিজের পোস্টে বিজ্ঞানীদের ধন্যবাদও জানান বিল গেটস। কারণ হিসেবে তিনি বলেন, “বর্তমানে আমরা উন্নতি করছি ও এই বিষয়েও দ্রুত সমাধানের দিকে এগোচ্ছি। এমন অনেক নতুন কিছু করা হচ্ছে, যা রোগ প্রতিরোধে যথেষ্ট কার্যকর। এর জন্য অবশ্যই গোটা বিশ্বের বিজ্ঞানীদের ধন্যবাদ।” বিল গেটসের পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিজ্ঞানীদের ধন্যবাদ জানান বিল গেটস
নিজের পোস্টে বিজ্ঞানীদের ধন্যবাদও জানান বিল গেটস। কারণ হিসেবে তিনি বলেন, “বর্তমানে আমরা উন্নতি করছি ও এই বিষয়েও দ্রুত সমাধানের দিকে এগোচ্ছি। এমন অনেক নতুন কিছু করা হচ্ছে, যা রোগ প্রতিরোধে যথেষ্ট কার্যকর। এর জন্য অবশ্যই গোটা বিশ্বের বিজ্ঞানীদের ধন্যবাদ।” বিল গেটসের পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
‘শৌচাগারের সমস্যা শুধুই অসুবিধা নয়’
শৌচাগারের সমস্যাকে কোনও সাধারণ সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলতে নারাজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি 2018 সালে বেজিংয়ে একটি সম্মেলনে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছিলেন। এই সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে তিনি কাঁচের জারে করে মনুষ্যমল নিয়ে এসেছিলেন। মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার বক্তব্য, টয়লেট ছাড় জীবনযাপন করা মোটেই খুব সহজ বিষয় নয়, বর এটি খুবই বিপজ্জনক। খারাপ স্যানিটেশনের ফলে জল ও মাটি দূষিত হয়, যা পরবর্তীকালে সাধারণ মানুষের রোগের কারণ হয়।
বর্তমানে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস
ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন বিল গেটস। একসময় দীর্ঘদিন তিনি ছিলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। তবে বর্তমানে রয়েছে ৬ নম্বরে। ফোর্বসের তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ 105 বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় হিসেব করলে হয় 8 লাখ 59 হাজার কোটি টাকা। গত কয়েক মাসে বিল গেটসের সম্পত্তির পরিমাণ কমেছে। নইলে এক বছর আগে তিনি ছিলেন চতুর্থ স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।