এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির প্রসার যেমন রোমাঞ্চকর, তেমনি ভয়ংকরও বিশেষ করে তরুণ প্রজন্ম জেনারেশন জেড-এর (Gen Z) জন্য। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও দাতা সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান বিল গেটস মনে করেন, জেনারেশন জেড যদি এআই ভালোভাবে ব্যবহার করতেও শিখে, তবু তারা চাকরি হারানোর ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত নয়।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, “এআই ব্যবহার শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ ও ক্ষমতায়নমূলক। তবে এটা কোনো স্থায়িত্বের গ্যারান্টি নয়। ভবিষ্যতে ব্যাপক কর্মক্ষেত্র অস্থিরতা আসছে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এন্ট্রি-লেভেল বা শুরুর ধাপের চাকরির সংখ্যা প্রায় ৩৫% কমে গেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। বিশেষ করে যেসব কাজ সহজে স্বয়ংক্রিয় করা যায়, সেসব পেশা এআইয়ের কবলে পড়ে দ্রুত হারিয়ে যাচ্ছে।
বিশ্ববিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ‘কার্লাইল’–এ আগে যেখানে জুনিয়র কর্মীরা গুগল ঘেঁটে আর্টিকেল খুঁজে আনতেন, এখন সেই কাজ করছে এআই। ফলে কোম্পানিটি এখন এমন কর্মী নিয়োগ দিচ্ছে যারা শুধু এআইয়ের কাজ যাচাই করতে পারবে। ‘ফিউচারটি’ নামক কনসালটিং প্রতিষ্ঠানের সিইও বিল ব্যালডারাজ জানিয়েছেন, এ বছর তিনি কোনো ইন্টার্ন রাখেননি তাদের কাজ এখন করছেন ChatGPT।
এমন বাস্তবতায় অনেক Gen Z তরুণই নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছেন। একটি জরিপে দেখা গেছে, ৫৩% তরুণ এখন ঝুঁকছেন ব্লু-কলার বা স্কিল-ভিত্তিক পেশার দিকে—যেমন: নির্মাণ কাজ, বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বিং বা লিফট ইনস্টলেশন, যেখানে ভালো আয়ের পাশাপাশি চাকরির স্থায়িত্বও বেশি।
প্রয়োজন নেই কোনো কলেজ ডিগ্রির একজন লিফট ইন্সটলার বছরে ছয় অঙ্কের আয় করছেন যুক্তরাষ্ট্রে।এরপরেই তরুণদের আগ্রহ দেখা যাচ্ছে “হিউম্যান-ফোকাসড” পেশায় যেমন: স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক কাজ। এক জরিপে ৪৯% জেনারেশন জেড চাকরি-প্রার্থী মনে করছেন, এআই প্রযুক্তির প্রভাবে তাদের ডিগ্রির মূল্য কমে গেছে। গত এক বছরে কলেজ গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার ৬%-এর ওপরে, যেখানে জাতীয় গড় মাত্র ৪%।
বিল গেটস বলেন, “আমার পরামর্শ বদলায়নি কৌতূহলী হোন, পড়ুন, আর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করুন।”
তবে তিনি সতর্ক করেছেন, এতেই যে ক্যারিয়ার নিরাপদ হবে, তার গ্যারান্টি নেই। এআই যে কেবল প্রযুক্তি নয়, বরং কর্মক্ষেত্রে এক ‘নতুন বিপ্লব’ তা এখন স্পষ্ট। এমন বাস্তবতায় কেবল ডিগ্রি নয়, বরং স্কিল, সৃজনশীলতা ও মানুষের সঙ্গে সংযোগ তৈরির ক্ষমতাই হয়ে উঠছে ভবিষ্যতের আসল পুঁজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।