আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো বিমানের ইকোনমি ক্লাসের (সাশ্রয়ী) যাত্রীদের জন্য এলো ঘুমানোর বিশেষ ব্যবস্থা। অভিনব এই উদ্যোগটি বাস্তবায়ন করতে যাচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় এয়ারলাইন এয়ার নিউজিল্যান্ড।
ইকোনমি ক্লাসের যাত্রীদেরও ঘুমানোর সুযোগ দিতে উড়োজাহাজে থাকবে ছয়টি স্লিপার ‘পড’। তবে এই সুবিধার জন্য কিছু বাড়তি অর্থ গুনতে হবে। টিকিটের মূল্য পরিশোধের পাশাপাশি প্রতি চার ঘণ্টায় একজন যাত্রীকে অতিরিক্ত ২৫০ থেকে ৩৮০ নিউজিল্যান্ড ডলার গুনতে হবে।
চলতি সপ্তাহে এয়ার নিউজিল্যান্ড ‘স্কাইনেস্ট’ নামের বিশেষ কেবিনের প্রাথমিক নকশা প্রকাশ করেছে। পরীক্ষা-নিরীক্ষা সফল হলে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ কেবিনে বুকিং দেওয়া শুরু হবে।
স্লিপিং পডগুলো পুরোপুরি বদ্ধ না থাকলেও যাত্রীদের গোপনীয়তা রক্ষার জন্য থাকবে পর্দা। একটি বিছানায় একটি নির্দিষ্ট সময়ে মাত্র একজন অবস্থান করতে পারবেন।
এয়ার নিউজিল্যান্ড বলছে, প্রতিটি স্লিপিং পডে থাকবে বালিশ, চাদর ও কম্বল। প্রতিজনের ব্যবহারের পর তা পাল্টানো হবে। এ জন্য ৩০ মিনিট সময় লাগবে। প্রতিটি ঘুমের ‘সেশন’ শেষে কেবিনের বাতিগুলো আপনাআপনিই জ্বলে উঠবে এবং বিমানকর্মীরা বিনয়ের সঙ্গে যাত্রীদের ঘুম থেকে জাগাবেন।
প্রতি ফ্লাইটে একজন যাত্রী মাত্র একবার ঘুমের জন্য ‘পড’ বুক করতে পারবেন। তাই পুরো আট ঘণ্টা শান্তিতে ঘুমানোর চিন্তা করা ঘুমকাতুরেদের হয়তো একটু হতাশই হতে হবে।
এয়ার নিউজিল্যান্ডের প্রধান বিক্রয় কর্মকর্তা বলেন, ‘বুকিং প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে, তা চূড়ান্ত করতে কাজ করছি আমরা। এখনো দাম নির্ধারণ চূড়ান্ত করিনি। এই মুহূর্তে আমরা প্রতি চার ঘণ্টার জন্য প্রায় ২৫০ থেকে ৩৮০ ডলার করে নেওয়ার চিন্তা-ভাবনা করছি।’
অকল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও শিকাগো রুটের বিমানে এসব ঘুমবান্ধব কেবিন চালুর পরিকল্পনা রয়েছে এয়ার নিউজিল্যান্ডের। এসব দীর্ঘ রুটে গন্তব্যে পৌঁছতে ১৫ ঘণ্টারও বেশি সময় লাগে। বিমান পরিবহন সংস্থাটির নতুন আটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে কেবিনগুলো চালু করা হবে। আগামী বছর থেকে এগুলোর নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।