বিমানে কার্তিকের কাণ্ডে ভক্তদের মাথায় হাত

কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক : অনুরাগীদের প্রতি কার্তিক আরিয়ানের ব্যবহারও নানা সময়ে খবর তৈরি করে। তেমনই একটি ঘটনা ফের নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিমানে কার্তিক যা করেছেন, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান নানা সময়ই খবরের শিরোনামে আসেন।

কার্তিক আরিয়ান

কখনও ছবির সাফল্যকে কেন্দ্র করে। কখনও আবার ব্যক্তিগত জীবন নিয়ে। চলতি বছর বড় হিট উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এই বছরই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া টু’। আর বক্স অফিস কালেকশনে বড় সাফল্য পেয়েছে এই ছবি। অনুরাগীদের প্রতি কার্তিক আরিয়ানের ব্যবহারও নানা সময়ে খবর তৈরি করে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ফের নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিমানে কার্তিক যা করেছেন, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

বিমানে কী করলেন কার্তিক আরিয়ান?

সম্প্রতি নেট দুনিয়ায় কার্তিক আরিয়ানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানে সফর করছেন অভিনেতা। জানা গিয়েছে, যোধপুরে একটি অনুষ্ঠান সেরে মুম্বই ফিরছিলেন তিনি। সাধারণ মানুষদের সঙ্গে ইকোনমি ক্লাসে সফর করছেন কার্তিক।

সেখানেই অনুরাগীদের অনুরোধে তিনি সেলফি তোলেন, অটোগ্রাফ দেন। এমনকি অনুরাগীর সঙ্গে ন্যুডলসও খান। অভিনেতার এমন আচরণে মুগ্ধ নেটিজেনরা। তাঁরা কার্যত অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। অনুরাগীদের সঙ্গে কার্তিক যা ব্যবহার করেছেন, তাতে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

পাপারাৎজিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘ইকোনমি ক্লাসে সফর করছেন কার্তিক আরিয়ান। কিন্তু তাঁর মন বিজনেস ক্লাসের মতো। এই ছেলেটা সকলের থেকে আলাদা। অত্যন্ত মাটির মানুষ।’ ভিডিওতে অভিনেতাকে অনুরাগীদের সঙ্গে মন ভালো করা ব্যবহার করতে দেখা গিয়েছে। এর পাশাপাশি কার্তিকের এক অনুরাগী নেট দুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অনুরাগীর সঙ্গে ন্যুডলস খাচ্ছেন অভিনেতা।

চলতি বছর একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কার্তিক আরিয়ান। কখনও তাঁকে দেখা যাচ্ছে ‘ধামাকা’ ছবিতে, তো কখনও বাজিমাত করছেন ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান নিজের স্বপ্নের কথা বলেন। তিনি বলছেন, ‘আমি এখনও আর্থিক নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অনেক স্বপ্ন আছে।

দেশি হাঁস পাড়লো কালো ডিম, এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য

আমার স্বপ্ন ছিল যে একটা ল্যাম্বরঘিনি গাড়ি কিনব। সেই স্বপ্ন পূরণ করেছি। এখন আমার স্বপ্নগুলো আরও বড় হচ্ছে।’ কার্তিকের এই কথার পরই তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি তো এবার ব্যক্তিগত বিমান চাইছেন। এরপরই অভিনেতা বলেন, ‘স্বপ্ন দেখা কি তাহলে ছেড়ে দেব! স্বপ্ন বড় না থাকলে সাফল্য আসে না।’