স্পোর্টস ডেস্ক ; নিজের অজান্তেই বিষপান করে হাসপাতালে ভর্তি ভারতীয় তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল।
ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলে সুরাত যাচ্ছিলেন কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। বিমানে পানি পান করে অসুস্থ হয়ে পড়েন তারকা ক্রিকেটার। তাকে দ্রুত আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়।
বিমানে মায়াঙ্কের সিটের পাশে এক পাউচ ছিল। পানি ভেবে তা পান করে বারবার বমি করতে থাকেন। গলা এবং বুক জ্বালাপোড়ায় অস্বস্তি শুরু হয় তার। এরপর বিমান থেকে তাকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মায়াঙ্ক ভালো আছেন। তিনি যে পানি পান করেছিলেন তাতে ট্রান্সপারেন্ট লিকুইড ছিল।
ত্রিপুরার স্বাস্থ্য সচিব কিরণ গিটটে জানিয়েছেন, ‘পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করব। ওর ম্যানেজার জানিয়েছে, আগামীকালই ওকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে। আগরতলায় ওর সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
আগরতলার বেসরকারি হাসপাতালের ম্যানেজার মনোজ কুমার দেবনাথ জানিয়েছেন, ক্রিকেটারের মুখে জ্বালাপোড়া হচ্ছিল, তার মুখের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ঠোঁট ফোলা ছিল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রঞ্জিতে রেলওয়েজের বিপক্ষে কর্ণাটক নামবে সুরাতে। সেই ম্যাচে খেলবেন না অধিনায়ক মায়াঙ্ক। সহঅধিনায়ক নিকিন জোসে নেতৃত্ব দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।