জুমবাংলা ডেস্ক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের পাশে এক জাপানি নাগরিক অজ্ঞান পার্টির কবলে পড়েছেন বলে জানা গেছে। কবায়াশি (৭০) নামের ওই নাগরিক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ভোর ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ্ত বলেন, ‘গত রাতে আমাদের একজন মেডিকেল অফিসার জাপানি ওই নাগরিককে এয়ারপোর্টের টার্মিনালের বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আমাদের জানালে আমরা দ্রুত ওই জাপানি নাগরিককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে আজ ভোরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’
সুদীপ্ত বলেন, ‘আমরা ওই জাপানি নাগরিকের কাছে একটি পাসপোর্ট ও লাগেজ পাই। কিন্তু তার কাছে কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। আমাদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে এয়ারপোর্টের বাইরের টার্মিনালে ফেলে রেখে যায়।’
বাচ্চু মিয়া বলেন, ‘আজ ভোরের দিকে ওই জাপানি নাগরিককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন ওই নাগরিক কিছুটা কথা বলতে পারছেন। আমরা তার কাছ থেকে জেনেছি, তিনি ঢাকার একটি হোটেলে উঠেছিলেন।’
ভোজপুরি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো গৃহবধূ, দেখুন ভাইরাল ভিডিও
তবে কীভাবে তিনি আবার এয়ারপোর্টে গেলেন বা কী পরিমাণ টাকা খোয়া গেছে তা এখনও জানা যায়নি বলেও জানান বাচ্চু মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।