আন্তর্জাতিক ডেস্ক : জেদ্দায় কর্মরত একদল বাংলাদেশির উদারতা তুরস্ক ও সৌদি আরবে অগণন মানুষের মন ছুঁয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ প্রবাসীদের মহানুভবতার একটি ভিডিও শেয়ার করেছে।
ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন তুরস্কের একদল নাগরিক। জেদ্দা বিমানবন্দরে আসার পর সেখানকার ক্লিনিং স্টাফদের কেউ কেউ তাদের কাছে নগদ অর্থ হস্তান্তর করছিলেন। গোড়াতে তুর্কি নাগরিকরা ভেবেছিলেন তাদেরই দলের কারও হারিয়ে যাওয়া অর্থ হয়তো ক্লিনাররা কুড়িয়ে পেয়ে ফেরত দিচ্ছেন।
কিছুক্ষণের মধ্যে সেখানে আরও অনেক ক্লিনার এসে জড়ো হতে থাকেন। সবাই তুর্কি হাজীদের হাতে নিজেদের পকেটে থাকা নগদ অর্থ তুলে দিতে থাকেন। কারণ জানতে চাইলে তারা সংক্ষেপে আরবীতে যা বলেন তা হলো- আমরা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে চাই। আপনারা দেশে ফিরে তাদের কাছে এটা হস্তান্তর করবেন।
ঘটনার আকষ্মিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তুরস্কের নাগরিকরা। কথোপকথনে তারা জানতে পারেন, অর্থ দানকারী ক্লিনিং স্টাফদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। এছাড়া কয়েকজন ছিলেন সেনেগালের। তুর্কি নাগরিকদেরই কেউ হয়তো ঘটনাটি ভিডিওতে ধারণ করেছেন, যা আনাদোলু এজেন্সি, ডেইলি ইসলামিস্টসহ কয়েকটি হ্যান্ডেল শেয়ার করেছে। অনেকে বিষয়টিকে ইসলামী ভ্রাতৃত্ববোধ ও উদারতার অনন্য নজির বলে মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।