বিমানবন্দরে ভক্তকে ধাক্কা দিয়ে সমালোচনার কবলে ববি দেওল

ববি দেওল

বিনোদন ডেস্ক : বর্তমানে বিনোদন অঙ্গনে টপ অব দ্য টপিক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি। এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল।

ববি দেওল

সিনেমাটিতে সবচেয়ে বেশি আলোচনা চলছে বলিউড অভিনেতা ববি দেওলকে নিয়ে। কেননা দীর্ঘ বিরতির পরে পর্দায় দেখা গেল এ অভিনেতাকে। সিনেমাটিতে তার চরিত্রটি খুব একটা বেশি না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের জন্য ববি প্রশংসিত হলেও ‘অ্যানিম্যাল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি।

এদিকে সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বিমানবন্দরে এক অন্য মেজাজে ধরা দিলেন ববি। সেখানে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে এলে ববি তাকে এক ধাক্কায় সরিয়ে দেন। এরপর এগিয়ে গেলেন নিজের গন্তব্যের দিকে।

মূলত যেকোনো জায়গায় সেলিব্রেটিদের দেখলে ভক্তরা ছবি তুলতে চায়। পছন্দের তারকার সঙ্গে একটু কথা বলতে চায়। এটি নতুন বিছু নয়। আর তারকারাও এই বিষয়ে অভ্যস্ত হয়ে গেছেন।

তবে ভক্তকে ববির ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘অ্যানিম্যাল’ সিনেমায় যেমন মেজাজে দেখা গিয়েছিল অভিনেতাকে, বাস্তবেও তাকে সে মেজাজেই দেখা গেল বিমানবন্দরে।

একটি ভিডিওতে দেখা যায়, ববি দেওল একটি ফ্লোরাল প্রিন্টের সোয়েটার ও কালো প্যান্ট পরেছিলেন। বিমানবন্দরে একজন ভক্ত তার সামনে আসলে তাকে ধাক্কা দিয়ে ববি সামনে এগিয়ে যান। পরে অভিনেতা ওই ভক্তকে দেখার জন্যও থামেননি। তবে ভক্তটি বেশ হতবাক হয়েছিলেন এ ঘটনায়।

ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই নেটিজেনরা কমেন্টের বন্যায় ভাসছে। একজন লেখেন, ‘তিনি কীভাবে ওই লোকটির সাথে এমনটি করতে পারেন। ববি মোটেও ভালো মানুষ নয়।’

বাবা-মাকে এই অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল

আরেকজন লেখেন, ‘আমি যখন তাকে ৩ বছর আগে মুম্বাই বিমানবন্দরে দেখেছিলাম, তখন তার এত তাড়া ছিল না।’ অন্য একজন লেখেন, ‘হয়তো তিনি ফ্লাইটের জন্য যাচ্ছিলেন। তাই তাকে দ্রুত যেতে হয়েছিল। এটি তার দোষ নয়।’