সুইজারল্যান্ডে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে এসেছে। বুধবার (২১) জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

হোয়াইট হাউজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, “স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) উড্ডয়নের পর এয়ার ফোর্স ওয়ান-এর ক্রুরা একটি সামান্য বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন। অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ ফিরে এসেছে। প্রেসিডেন্ট এবং তার দল অন্য একটি বিমানে চড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবেন।”
বিমানে থাকা এক সাংবাদিকের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পর প্রেস কেবিনের আলোগুলো সাময়িকভাবে নিভে গিয়েছিল।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এছাড়া ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন বলে জানা গেছে। ন্যাটো জোটের সদস্য বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
ট্রাম্প হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে আগামী মাস থেকে একাধিক ইউরোপীয় দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।
রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থার কথা আলোচনা করছেন, যার মধ্যে মার্কিন পণ্যের ওপর স্থগিত থাকা শুল্ক পুনরায় চালু করা এবং ইউরোপের বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার দাভোসে এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ট্রাম্পের এই হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়ে বলেন, ইউরোপকে ‘দুর্বল এবং অধীনস্ত’ করার প্রচেষ্টাকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিহত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


