বিমান টিকিটে দুর্বৃত্তপনা, অনুসন্ধান কর‌ছে সরকার : স্বরাষ্ট্র সচিব

Biman

জুমবাংলা ডেস্ক : বিমান টিকিট নি‌য়ে দুর্বৃত্তপনা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

Biman

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটির শুনানির আগে এ কথা বলেন তিনি।

নাসিমুল গনি বলেন, “আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।”

“আমরা আজ একটা বিষয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে, বিধি আছে। এরকিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি।”

সি‌নিয়র স‌চিব বলেন, “বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসেছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একই সঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব।”

নাসিমুল গনি বলেন, “তাদের সাথে আলোচনা করে কীভাবে করা যায় সেসব বিষয় সিদ্ধান্ত হবে। আমরা আসলে তাদের সবার কথা শুনতে চাচ্ছি। তাদের কথা শুনে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি, যাতে অন্যান্য দেশের মতো টিকিট প্রাইসিং সমপর্যায়ে আনতে পারি।”

তিনি বলেন, “আমাদের অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।”

“আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না, শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সে কারণেই বসা হচ্ছে”, ব‌লেও জানান স‌চিব।

বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বেড়ে যাওয়ায় এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

পরিবেশবান্ধব ১০টি গ্যাজেট যা পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করছে

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠন করা কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।