সাধারণত গড়ে ৬০ যাত্রীর জন্য বিমানে মাত্র একটি টয়লেট থাকে। তাই আকাশপথের যাত্রায় চাইলেই যেকোনো সময় টয়লেটে যাওয়া যায় না। এর জন্য কৌশলী হওয়ার পাশাপাশি আপনাকে সঠিক সময় নির্বাচন করতে হবে। আর সেই সময় কখন, তা নিয়ে সারা বি নামে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে দ্বিতীয় খাবারের পরপরই টয়লেট ব্যবহার না করাই ভালো। বেশিরভাগ যাত্রীই তখন টয়লেটে যান, কিন্তু সাধারণত এটি অবতরণের ৬০ থেকে ৯০ মিনিট আগে হয়ে থাকে। তখন দীর্ঘ লাইন পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর সিটবেল্ট সাইন জ্বলে উঠলে হয়তো আর যাওয়ার সুযোগ নাও থাকতে পারে।
এ ছাড়া যখনই ঘোষণা দেওয়া হয় যে বিমানটি শিগগিরই অবতরণ করবে, তখন সবাই একসঙ্গে টয়লেটের দিকে দৌড়ায় বলেও জানান সারা বি।
এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলেন, খাবার খাওয়ার পরপরই অনেক যাত্রী টয়লেটের দিকে ছুটে যান, কিন্তু তখন খাবারের ট্রে সংগ্রহের জন্য ক্রুদের কার্টের পেছনে আটকে যেতে হয়। এতে যাত্রীদের জন্য আসনে ফিরে যাওয়াও কঠিন হয়ে পড়ে।
এ কারণে তার পরামর্শ, প্রথম খাবার পরিবেশনের পরপরই যখন ক্রুরা ট্রে সরিয়ে নেয়, তখনই টয়লেট ব্যবহার করতে। কারণ, তখন বেশিরভাগ যাত্রীই তাদের স্ক্রিনে সিনেমা দেখেন বা ঘুমিয়ে পড়েন। ফলে লাইন কম থাকে।
সারা বি আরও বলেন, আরেকটি টিপস হলো, অবতরণের ঘোষণা দেওয়ার ঠিক আগে টয়লেটে যাওয়া। এতে সবাই একসঙ্গে ছুটে যাওয়ার ভিড় এড়ানো যায়। তবে এরজন্য আসনের স্ক্রিনে ফ্লাইট ম্যাপে নজর রাখতে হবে, যাতে বোঝা যায় অবতরণ কখন হবে।
ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সারা বি’র পাশাপাশি রানি চীমা নামে একজন ট্রাভেল কোচ ও পরামর্শক বিমানের টয়লেট ব্যবহারের জন্য কিছু পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, উড্ডয়নের আগে টয়লেট ব্যবহার করা ভালো।
নিয়মিত দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ভ্রমণ করা রানি চীমা আরও বলেন, আমি বিমানে ওঠার আগে যতবার সম্ভব এয়ারপোর্টের বাথরুম ব্যবহার করি। এ ছাড়া ফ্লাইট চলাকালীন তখনই টয়লেটে যাই, যখন বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকেন। কারণ, সে সময় ভিড় কম থাকে।
বিমানে মাঝেমধ্যেই টয়লেটে যাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার মতো সমস্যা দেখা দেয়। তারও সমাধান দিয়েছেন চীমা।
তার প্রধান টিপস হলো, যদি লাইনে দাঁড়াতে না চান, তাহলে বিমানের পেছনের টয়লেট ব্যবহার করতে হবে।
তিনি বলেন, যদি কোনো বাথরুম খুব সহজে দেখা যায়, যেমন সামনের দিকের, তাহলে সেটাতে আমি যাই না। আমি সম্ভবত একদম পেছনে চলে যাই। কারণ, বেশিরভাগ মানুষ সামনের বাথরুমের সাইন দেখেই ওদিকেই লাইন ধরে।
সূত্র: ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।