জুমবাংলা ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্বাভাবিক পরিমাণ কসমেটিকস ও মিল্ক পাউডার নিয়ে এসে আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটের একজন বিমানবালা বা ফ্লাইট স্টিউয়ার্ডেস। পরবর্তীতে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর রুটিন চেকআপের অংশ হিসেবে বিমানের সিকিউরিটি বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা ক্রুদের তল্লাশি চালান। এ সময় ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামার কাছে সন্দেহজনকভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি কসমেটিকস ও মিল্ক পাউডার পাওয়া যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, এই ধরনের পণ্যের শুল্ক আদায়ের দায়িত্ব মূলত কাস্টমস কর্তৃপক্ষের। ফলে বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শুধু মুচলেকা নিয়ে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে, আটক হওয়া ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা মহানগর উত্তর বিএনপির নেতা ফাহিমের স্ত্রী। এ কারণে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা বলেন, এটি বিমানের রুটিন চেক ছিল। কসমেটিকস ও মিল্ক পাউডার শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এনেছেন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের বিরুদ্ধে লাগেজের মাধ্যমে বিদেশি পণ্য এনে দেশের বাজারে বিক্রির অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুলশান ও বনানীর বিভিন্ন দোকানে এই পণ্যগুলো খোলা বাজারে পাওয়া যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং কাস্টমস আইনের লঙ্ঘন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।