বিনোদন ডেস্ক : দোল উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিতে সামিল হন কম-বেশি সবাই। বাদ যান না তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তবে প্রায় ৯ বছর পর দোলের রঙে রঙিন হলেন তিনি।
বৃন্দাবনে প্রতি বছরই বেশ ধুমধাম করে পালন করা হয় দোল উৎসব। সেই উৎসবেই এ বার যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার কিছু বন্ধুও। বৃন্দাবনে রঙ খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘৯ বছর পর দোল খেললাম। ২০১৪ সালের পর আর রঙ ছুঁইনি, বাড়ি থেকে বেরও হইনি। আগের এতোগুলো বছরের দোল বকেয়া এই বছর মিটিয়ে নিলাম এবং আগামী দিনের জন্য বাড়তি কিছু রঙ তুলে নিলাম। রাধে রাধে।’
কেনো এতো বছর পর নিজেকে রঙে রাঙালেন, আর কেনোইবা এতো বছর রঙ ছুঁয়ে দেখেননি, তা অবশ্য জানাননি স্বস্তিকা।
বর্তমানে টলিপাড়ার চেয়ে মুম্বাইয়ের কাজে বেশি ব্যস্ত সময় পাড় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। হিন্দি সিনেমা-সিরিজে কাজ করছেন চুটিয়ে। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। এককথায়, বঙ্গকন্যা এখন হিন্দি ওটিটি প্লাটফর্মের জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। তবে আবারও বাংলা সিনেমা-সিরিজ়ে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।