‘বিন্দিয়া রে বিন্দিয়া’, গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো দুই সুন্দরী

Bindiya Re Bindiya Dance Cover

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়।

Bindiya Re Bindiya Dance Cover

কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন।

এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

Bindiya Re Bindiya Dance Cover | বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া | Sts Folk Creation

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুজন কমবয়সী যুবতী ব্যাপক কায়দায় নৃত্য পরিবেশন করেছেন। তাঁরা খোলা মাঠের মাঝে লাল রংয়ের শাড়ি পরে অত্যন্ত সুন্দর কায়দায় নাচ করছে। তাঁরা ‘বিন্দিয়া রে বিন্দিয়া‘ গানের তালে ড্যান্স কভার বানিয়েছেন।

আবারও ব্যর্থ কঙ্গনা রানাওয়াত

গানের তালে তাঁদের নাচ ও মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে সকলের। সকলেই কমেন্ট করে দুই যুবতীর নৃত্যকলার প্রশংসা করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি ৯.৩ মিলিয়ন মানুষ দেখেছেন। আর লাইক করেছেন প্রায় ৭১ হাজার মানুষ। এই অসম্ভব সুন্দর মিষ্টি ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।